ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৮

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় দু‌'টি আবা‌সিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ ন‌ভেম্বর) দুপু‌রে ত‌াদের আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এর আগে মঙ্গলবার (১৩ ন‌ভেম্বর) রাত ১১টার দি‌কে অ‌ভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোনাবাড়ী থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. হা‌মিদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কোনোবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের পা‌শে অবস্থিত আবা‌সিক হো‌টেল ‘বন‌ভোজন’ ও ‘অ‌তি‌থি’তে অ‌ভিযান চালা‌নো হয়। এসময় অসামা‌জিক কা‌জে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে দুই হো‌টেল থে‌কে ১১জন নারী ও ৭জন পুরুষসহ ১৮জন‌কে আটক করা হ‌য়। বুধবার দুপু‌রে ত‌াদের আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ১৪ ন‌ভেম্বর, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।