ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় পিস্তলসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
শার্শায় পিস্তলসহ আটক ১

বেনাপোল(যশোর):  যশোরের শার্শায় পিস্তল ও একটি ম্যাগজিনসহ রফিকুল ইসলাম (৩০) নামে অস্ত্রবিক্রেতাকে  আটক করেছে  পু‌লিশ।

বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় পুলিশ তাকে শার্শার সোনাতনকাঠী মিস্ত্রীপাড়া থেকে আটক করে।

আটক রফিকুল ইসলাম কায়বা রাড়িপুকুর গ্রামের সিদ্দিকুর রহমান এর ছেলে।

পুলিশ  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সোনাতনকাঠি গ্রামে অস্ত্র বেচা-কেনা হ‌চ্ছে। পরে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে এক অস্ত্রবিক্রেতাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান,আটক রফিকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদাল‌তে পাঠা‌নো হয়েছে ব‌লেও জানান তি‌নি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।