ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জালাল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আখাউড়া-সুলতানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার উত্তর রসুলপুরের আক্কাস মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সিএনজি চালিত অটোরিকশাটি আখাউড়া থেকে জেলা সদরের দিকে আসছিল। পথে সুলতানপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ অটোরিকশার এক যাত্রী। এসময় অটোরিকশার আরো তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।  

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।