ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলালিংক টাওয়ার থেকে ৪৮ ব্যাটারি চুরি, আটক ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
বাংলালিংক টাওয়ার থেকে ৪৮ ব্যাটারি চুরি, আটক ৫ ব্যাটারিসহ পাঁচ চোর। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাংলালিংকের ফাজিলপুর টাওয়ার থেকে চুরি হওয়া ৪৮ পিস ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকা থেকে সংঘবদ্ধ ৫ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।  

আটকরা হলেন- জাকারিয়া (৩১), হারুন অর রশিদ (৩৪), দিল পিয়ার হোসেন বাবু (২৮), আবুল বাশার (৪০) ও শফিকুল ইসলাম (৩৫)।

 

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফা ইয়াসমিন বাংলানিউজকে জানান, সংঘবদ্ধ চোরের দল বাংলালিংকের ওই টাওয়ার থেকে এদিন সকালে ৪৮টি ব্যাটারি বিক্রির উদ্দেশ্যে চুরি করে খুলে নিয়ে আসে।  

পরে তাদের ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই লুৎফা।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।