ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবির চারুকলায় চলছে নবান্ন উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ঢাবির চারুকলায় চলছে নবান্ন উৎসব ঢাবি চারুকলার নবান্ন উৎসব-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে' স্লোগান নিয়ে প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় চলছে নবান্ন উৎসব।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে চারুকলার বকুলতলায় গান, কবিতা, নৃত্য ও বাঁশির সুরে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে উদ্বোধন করা হয় এ উৎসবের। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত এ উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সাংবাদিক, কবি শুভ রহমানকে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এসময় উপস্থিত ছিলেন নবান্নোৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও উৎসবের সহযোগী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম ও পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম প্রমুখ।

সকাল  থেকে নবান্ন উৎসবে যোগ দিয়েছেন  বিভিন্ন বয়সের মানুষ। উদ্বোধনের পর দেশীয় বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে নজরুল ও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর  বকুলতলা থেকে শুরু হয় নবান্ন শোভাযাত্রা। এটি টিএসসি ঘুরে আবার একই স্থানে ফিরে এসে শেষ হয়।

পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম জানান, বিকেলে থাকবে সাংস্কৃতিক পর্ব। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টায় শুরু হয়ে সাংস্কৃতিক পর্ব চলবে রাত ৯টা পর্যন্ত। এবার ৬৮টি সাংস্কৃতিক সংগঠনের এক হাজার ২শ’ শিল্পী সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। উৎসবে এবার প্রথমবারের মতো শিশুপ্রহর যোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।