ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবান্ন উৎসবে মেতেছে খুলনাবাসী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
নবান্ন উৎসবে মেতেছে খুলনাবাসী  নবান্ন উৎসবে খুলনায় র‌্যালি-ছবি-বাংলানিউজ

খুলনা: ‘ওমা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি’ আমাদের জাতীয় সঙ্গীতে অগ্রহায়ণের রূপ এভাবেই বর্ণিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিন। গ্রাম বাংলায় আনুষ্ঠানিকভাবে ধানকাটা উৎসব শুরু হয় পহেলা অগ্রহায়ণ।

খুলনাবাসী নানা আয়োজনে অগ্রহায়ণের প্রথম দিনটিতে নবান্ন উৎসবে মেতে উঠেছে।

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয়েছে দিনব্যাপী আয়োজন। আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে সাজানো র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।  

র‌্যালিতে উপস্থিত ছিলেন-অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মঈন উদ্দিন হাসান, এনডিসি মুহাম্মদ আরাফাতুল আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  

শহীদ হাদিস পার্কে দিনব্যাপী মেলাতে পিঠা উৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে উঠেছে খুলনাবাসী। মেলায় কৃষি বিভাগ থেকে কৃষকের ব্যবহৃত নানা প্রকার গ্রামীণ কৃষি সরঞ্জামাদি প্রদর্শন করা হচ্ছে। এতে শহুরে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় ঘটছে গ্রামীণ ঐতিহ্যের।

নবান্ন উৎসব উপলক্ষে জেলা শিশু একাডেমিতে আয়োজিত ‘নবান্ন ও গ্রামীণ বাংলা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।