ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আটকে গেলো রোহিঙ্গা প্রত্যাবাসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
আটকে গেলো রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা (ফাইল ফটো)

কক্সবাজার: রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।

বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম ট্রানজিট ক্যাম্প থেকে তিনি বলেন, রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে আজ প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। প্রত্যাবাসন শুরু করার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ পর্যন্ত তারা এভাবেই থাকবেন। তাছাড়া রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে যেতে চাইলেই তাদের পাঠানো হবে।

কমিশনার মো. আবুল কালাম বলেন, কাউকে তো জোর করে পাঠানো যাবে না। আমরা বিকেল পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু মিয়ানমারকে রোহিঙ্গারা এখনও নিরাপদ মনে করছেন না। যে কারণে তারা রাজি না হওয়ায় প্রত্যাবাসন কাজ শুরু করা যায়নি। তবে এ চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দুই দেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে বৃহস্পতিবার শুরু করার কথা ছিল রোহিঙ্গাদের প্রত্যাবাসন। কিন্তু তাদের অনাগ্রহ এবং আন্দোলনের কারণে তা শুরু করা যায়নি। এর ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়লো প্রত্যাবাসন কার্যক্রমটি।

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রথম দফায় ৪৮৫ পরিবারের দুই হাজার ২৬০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।