ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৪১ অনুপ্রবেশকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
বেনাপোলে ৪১ অনুপ্রবেশকারী আটক অনুপ্রবেশকালে আটক পুরুষ, নারী, শিশুরা বিজিবি হেফাজতে। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশের অভিযোগে ৪১ বাংলাদেশি পুরুষ, নারী, শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ২৩ জন পুরুষ, ১০ জন নারী ও আটজন শিশু রয়েছে।

তাদের বাড়ি সাতক্ষীরা, নড়াইল, মাদারীপুর ও বরিশালের বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, পাসপোর্ট ছাড়া ভারত থেকে বেশকিছু মানুষ সীমান্ত অতিক্রম করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করে। এর আগে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারীরা।

বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এজেডইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।