ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
চাঁদপুরে ছেলের হাতে বাবা খুন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ছেলে হোসেন গাজীর হাতে বাবা মুছা গাজী (৬০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের ইচলী গ্রামে এ ঘটনা ঘটে। মুছা গাজী পেশায় চায়ের দোকানদার ছিলেন।

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহীম খলিল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে মাদকের টাকার জন্যে বাপ-ছেলে মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু বাবা টাকা দিতে রাজি হয়নি। শুক্রবার সকালে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে বাবাকে হত্যা করে ছেলে হোসেন। পরে তিনি চাঁদপুর সদর মডেল থানায় এসে আত্মসমর্পন করেন।  

এ ঘটনায় পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।