ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে রান্না বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
বরিশালে রান্না বিষয়ক কর্মশালা প্রতিযোগিতায় অংশ রন্ধনশিল্পী। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালে অনুষ্ঠিত হয়েছে রান্না বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে নগরের হোটেল গ্র্যান্ড পার্ক সাউথ গেট বলরুম মিলনায়তনে এ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলে রাত দশটা পর্যন্ত।

রান্নাবিদদের সংগঠন উইমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউসিএবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের কুলিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা হুদা বলেন, আমাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে অনেক রন্ধনশিল্পী। তাদের মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও অনেকে মফম্বল শহরে থাকার কারণে তা তুলে ধরতে পারছেন না। তাই প্রতিভাবান রন্ধনশিল্পীদের খুঁজে বেড় করে আনার লক্ষ্যেই আমাদের আজকের এ আয়োজন।

বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া রান্নায় পারদর্শীদের আটটি আইটেমের ওপর প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে রাজধানীতে নিয়ে যাওয়া হবে বলেও জানান নাজমা হুদা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উইমেন কুলিনারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান, অর্গানাইজিং সেক্রেটারি সোহেলী শামীম, সেলিব্রেটি শেফ বাংলাদেশ রন্ধন সম্রাট টনি খানসহ অন্যরা। এ অনুষ্ঠানে দেড় শতাধিক নারী প্রতিযোগী অংশ নেন।

বাংলা‌দেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ন‌ভেম্বর ১৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।