ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চালু হচ্ছে ‘মাদার অব হিউম্যানিটি’ পদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
চালু হচ্ছে ‘মাদার অব হিউম্যানিটি’ পদক মন্ত্রিপরিষদের বৈঠক | ছবি: পিআইডি

ঢাকা: সমাজকল্যাণে বিশেষ অবদানের জন্য পাঁচটি ক্ষেত্রে ‘মাদার অব হিউম্যানিটি’ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদক দিতে ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৈঠক শেষে ব্রিফ্রিংয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, মাদার অব হিউম্যানিটি; আপনারা শুনেছেন যে, প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে তাকে মাদার অব হিউম্যানিটি বলা হয় সেইটাই বোঝানো হয়েছে।

“তিনি যেহেতু আমাদের অবহেলিত সেক্টরে উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী… তিনি নিজের নামটা ব্যবহার করেননি। মাদার অব হিউম্যানিটি নামে পদক দেওয়া হবে। ”

অন্যান্য পুরস্কার নীতিমালার মতোই এ পুরস্কারের নীতিমালা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে। বয়স্কা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাদের কল্যাণ ও পুর্নবাসনে অবদান; প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টি; প্রতিবন্ধী ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, ইনক্লুসিভ শিক্ষা বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান; সুবিধাবঞ্চিত আইনের সংস্পর্শে আসা আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, কারামুক্ত কয়েদি, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের কল্যাণ, উন্নয়ন ও পুন-একত্রীকরণ এবং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমন কোন কর্ম যা সমাজের মানুষের মেধা ও মননের বিকাশ, জীবনমান ও পরিবেশের উন্নয়ন, সমাজবদ্ধ শারীরিক ও মানসিক স্বাথ্যের উন্নয়ন ও সর্বপরি মানবকল্যাণ ও মানবতাবোধে সমাজ বা রাষ্ট্রকে ইতিবাচকভাবে প্রভাবিত করার কার্যক্রমে অবদানের জন্য পদক দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ পাঁচটি সেক্টরে সমাজকল্যাণ পদক দেওয়া হবে পাঁচ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। প্রতিবছর ২ জানুয়ারি সমাজকল্যাণ দিবসে পদক দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে তৈরি একটি পদক; ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ পদকের একটি রেপ্লিকা; ব্যক্তি পর্যায়ে দুই লাখ এবং দফতর/সংস্থা পর্যায়ে দুই লাখ টাকার চেক ও সম্মাননা সনদ দেবে সরকার।

এ পদক জাতীয় অন্যান্য পদক যেমন স্বাধীনতা পদকের মতো একই রকম বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং জাতীয় পর্যায়ে সর্ব জ্যেষ্ঠ মন্ত্রী পর্যায়ে গঠিত কমিটি পুরস্কারপ্রাপ্তদের নির্বাচিত করবে। আগামী জুলাই থেকে এ কার্যক্রম শুরু হবে।
 

সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘শেখ হাসিনা মাদার অব হিউমিনিটি সমাজকল্যাণ পদক’ নামে এ পদক দেওয়ার প্রস্তাব করেছিল।

তবে পদকের নামের প্রসঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার নাম থাকার দরকার নাই। নাম কেউ মনে রাখে না। বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন তার চেয়ে জনপ্রিয় কেউ ছিলেন না। কিন্তু এদেশের কিছু মানুষ তাকে মেরেছে। যারা এক সময় আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, এদেশের কিছু বুদ্ধিজীবী এখন তাদের সঙ্গে চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমআইএইচ/এসএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।