ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ৮০ মণ জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
কলাপাড়ায় ৮০ মণ জাটকা জব্দ জব্দ করা জাটকা। ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ চ্যানেল দিয়ে মৌডুবী থেকে গলাচিপাগামী এমভি নবনীতা নামে একটি লঞ্চ থেকে ৮০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে এসব জাটকা (ছোট ইলিশ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের উপস্থিতিতে ১৭টি লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় বিতরণ করা হয়।

এদিকে, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী (ইউএনও) লতিফা জান্নাতির নেতৃত্বে পৃথক অভিযানে আরও পাঁচ মণ জাটকা জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।