ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে এর হেলপা‌র মো. রাজু (৪২) নিহত হ‌য়ে‌ছেন। এসময় আহত হয়েছেন বাসে থাকা ১৫ পর্যটক। 

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
..
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শহীদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, দুপুরে ৫৪ জন যাত্রী নিয়ে খুলনা থেকে কক্সবাজার হয়ে একটি পর্যটকবাহী বাস বান্দরবান-কেরারীহাট সড়‌কের কসাইপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খাদে পড়ে যায়।

এসময় ঘটনাস্থ‌লেই গাড়ির হেলপার মো. রাজু নিহত হন। এতে আহত হন ১৫ জন।
..
খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস, পু‌লিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌। পরে আহত‌দের ম‌ধ্যে আরিফুল ইসলাম এবং ম‌নিরুল ইসলামসহ চারজন‌কে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।