ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
গুলশানে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশানে মেয়ে জামাইয়ের লাঠির আঘাতে রওশন আরা (৬৬) নামে এক শাশুড়ির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) দিনগত রাতে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, নিহতের মেয়ে আলীয়া ফারজানা (৩৬) সঙ্গে তার স্বামী সাইফুল ইসলাম ভুঁইয়ার বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল।

এ কারণে আলীয়া দেড়/দুইমাস ধরে তার বাবা-মায়ের সঙ্গে তাদের গুলশানের ভাড়া বাসায় অবস্থান করছেন। সোমবার সকালে সাইফুল তার স্ত্রীকে আনতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথা-কাটাকাটি একপর্যায় ফারজানাকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। এসময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে এলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিকিৎকার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এতে তার বাম হাত ভেঙে যায়।

তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরার মৃত্যু হয়। আর মেয়ে ফারজানাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের পর সাইফুলকে আটক করা হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।