ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে ২ তক্ষক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
নানিয়ারচরে ২ তক্ষক বিক্রেতা আটক

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে দুই তক্ষক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে নানিয়ারচর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের পানছড়ি এলাকার সভ্যশাসী চাকমার ছেলে রীতিময় চাকমা (২৫) ও খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার মংশিং মারমার ছেলে আনুমং মারমা (২৭)।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বাংলানিউজকে বলেন, আটক ওই দুই যুবকের বিরুদ্ধে বন ও পশু সংরক্ষণ আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।