ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে অস্ত্রসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
নাটোরে অস্ত্রসহ ডাকাত আটক

নাটোর: নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ শহিদুল ইসলাম ওরফে ভুম্বু নামে এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) ভোরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।  

আটক ভুম্বু জেলার গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের আক্কাস আলীর ছেলে।

নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে ডালসড়ক এলাকায় অভিযান চালিয়ে ভুম্বু নামে এক ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুম্বু পুলিশকে জানিয়েছেন, তিনি নাটোর-বগুড়া মহাসড়কে চালককে হত্যা করে সার বোঝাই ট্রাক লুট, একই সড়কে ট্রাক লুট, পুলিশ সেজে নারিকেল তেলভর্তী ট্রাক লুট ও একই সড়কে ভুট্টাসহ ট্রাক লুটের সঙ্গে জড়িত। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।