ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জায়গা বরাদ্দ দেওয়া হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জায়গা বরাদ্দ দেওয়া হবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। ছবি বাংলানিউজ

রাজশাহী: নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সহজ শর্তে জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় মাসব্যাপী শীতবস্ত্র, সিল্ক, হস্ত ও কুটির শিল্প মেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি।  

রাজশাহী উইমেন এন্টারপ্রিনিয়াস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে আগে তেমন নারী উদ্যোক্তা ছিলেন না। এখন নারী উদ্যোক্তাদের সংখ্যা বেড়েছে। অনেক নারী উদ্যোক্তা সফলও হয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনের যে ভবনগুলো নির্মাণাধীন রয়েছে, আগামীতে সেসব ভবনে বা মার্কেটগুলোতে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জায়গা বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হবে।  

লিটন আরও বলেন, সিটি নির্বাচনের সময় একশ’ গার্মেন্টস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলাম। একশ’ গার্মেন্টস এ নূন্যতম এক লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিনামূল্যে নারীদের গার্মেন্টসের কাজের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।

ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।  

পরে বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন মেয়র।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।