ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে হুন্ডির ১০ লাখ টাকাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
বেনাপোলে হুন্ডির ১০ লাখ টাকাসহ যুবক আটক

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ রাসেল মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বেনাপোল সীমান্তের সাদীপুর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।  

আটক রাসেল মিয়া বেনাপোলের সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

 

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সীমান্তের সাদীপুর রাস্তায় এক যুবক অবস্থান করছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি বিস্কুটের কার্টনসহ তাকে আটক করে। পরে ওই কার্টনের মধ্য থেকে ১০ লাখ হুন্ডির টাকা পাওয়া যায়।  

হুন্ডির টাকাসহ আটককৃত রাসেল মিয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।