ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ (২০) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুভ শহরতলীর বিরাসার এলাকার নান্নু মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায়, সরকারপাড়ার মহিউদ্দিনের বাড়িতে কয়েকদিন যাবত সেনিটারির কাজ চলছে। শুভ সেখানে সেনিটারি মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে কাজের সময় পাইপ কাঁটার মেশিনের তারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউ বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।