ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
টেকনাফে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সববাজার: কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান চালানো হয়।
 
কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বাংলানিউজকে জানান, দুপুরে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।