ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে সকালেই প্রাণ গেলো ৭ জনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
সড়কে সকালেই প্রাণ গেলো ৭ জনের

ঢাকা: শুক্রবার (২৩ নভেম্বর) সকালেই চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে খুলনা, ফেনী ও লালমনিরহাটে দুই জন করে এবং গাজীপুরে একজন প্রাণ হারিয়েছেন। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এ দুর্ঘটনার খবর মেলে।

বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর---

খুলনা: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়ার পূর্ব ঝিলের ডাঙ্গায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাইকগাছা আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের নজরুল মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকী (৩৫)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (৪৮) ও মানিক (৩৫) নামে দু’জন নিহত হয়েছেন। সকালে লেমুয়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় বাসের ধাক্কায় ট্রাকের সহকারী চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন এলাকার শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান (১০) ও রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার সহকারী ট্রাক চালক আবুল কাশেম (৪৫)।  

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উ‌লুখোলার মঠবা‌ড়ী এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমু‌খি সংঘর্ষে কাজী আহসানুল হক পাভেল (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহসানুল ঢাকার বনশ্রী এলাকার কাজী এমদাদুল হকের ছেলে।  

নাওজোর হাইওয়ে পু‌লিশ ফাঁ‌ড়ির উপ-প‌রিদর্শক (এসআই) চান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।