ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উ‌লুখোলার মঠবা‌ড়ী এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমু‌খি সংঘর্ষে কাজী আহসানুল হক পাভেল (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহসানুল ঢাকার বনশ্রী এলাকার কাজী এমদাদুল হকের ছেলে।

 

নাওজোর হাইওয়ে পু‌লিশ ফাঁ‌ড়ির উপ-প‌রিদর্শক (এসআই) চান মিয়া বাংলানিউজকে জানান, সকালে কালীগঞ্জ থেকে প্রাইভেটকার চা‌লিয়ে ঢাকার দিকে আসছিলেন আহসানুল। এসময় সঙ্গে তার এক বন্ধু ছিলেন। পথে উ‌লুখোলা মঠবা‌ড়ী এলাকায় এলে বিপ‌রীত দিক থেকে আসা এক‌টি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহসানুল মারা যান এবং তার বন্ধু আহত হন। পরে পু‌লিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার এবং আহতকে হাসপাতালে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।