ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষক সাজুর মনোনয়ন দাবি স্বাশিপ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
শিক্ষক সাজুর মনোনয়ন দাবি স্বাশিপ’র স্বাধীনতা শিক্ষক পরিষদের সংবাদ সম্মেলন

বরিশাল: শিক্ষকদের যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর মনোনয়নের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বরিশাল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৩ নভেম্বর) বরিশাল সিটি কলেজের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সংসদে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি থাকলেও দেশের বৃহত্তম পেশার শিক্ষক-কর্মচারীদের প্রকৃত প্রতিনিধি দেখা যায় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের প্রতিনিধি হিসাবে মো. শাহজাহান আলম সাজুকে ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্তিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুন অর রশীদ, বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত দেব নাথ, অধ্যক্ষ প্রণব কুমার বেপারী, অধ্যক্ষ মজিবর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শাহজাহান সাজু একজন মুজিব আদর্শের অনুসারি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ছিলেন। কারা নির্যাতিত এ ছাত্রনেতা বর্তমান স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।