ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
গৌরনদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২

বরিশাল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। পাশাপাশি এ ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা সদরের বাসস্ট্যান্ড দক্ষিণ মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে মার্কেটের রিসপা মেটাল ওয়ার্কশপের মিস্ত্রী হানিফ ও ইউনুস স্টিল ওয়ার্কশপের মিস্ত্রী নয়নের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

যা শুনে উভয়ের স্বজন ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন।

একপর্যায়ে সেখানে বসে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও একই কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের নেতা আরিফ হোসেন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী সমিতির সাংগঠ‌নিক সম্পাদক মুকুল হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে হানিফ ও নয়নের মধ্যে হাতাহাতির ঘটনা শুনে উভয়ের স্বজন ও ছাত্রলীগ নেতারা ঘটনাস্থলে আসেন। এ সময় শাখাওয়াত হোসেন ও আরিফ হোসেন মিয়ার মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে উভয় গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় আহত হন কলেজ ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন ওরফে সুজন (২৮), ছাত্র সংসদের সাবেক আন্তঃক্রীড়া সম্পাদক আরিফ হোসেন মিয়া (২৪), রিয়াজ (১৮), রনি (২৪), জিহাদ মিয়া (১৮), রাসেল (২৩), অমিত (২১), নয়ন (১৯), জাহিদসহ (১৮) কমপক্ষে ১২ জন।

আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ও ৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কনস্টেবল ইমরান হোসেনসহ ২ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, পরিস্থিতি শান্ত রয়েছে, চারজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।

বাংলা‌দেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ন‌ভেম্বর ২৩, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।