ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

দুলাল সিকদারের হত্যাকারীদের শাস্তির দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
দুলাল সিকদারের হত্যাকারীদের শাস্তির দাবি দুলাল সিকদার হত্যায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

বরিশাল: সরকারি দুগ্ধ খামারের কর্মচারী ও বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সিকদারের হত্যায় জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সাগরদী এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নিহত দুলাল সিকদারের স্ত্রী রহিমা বেগম, মেয়ে দোলা আক্তার, ছেলে নোভেল সিকদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দুলালের কিছু জমি জোর করে স্থানীয় সন্ত্রাসী লাবু, বাবু, আলতাফ ও বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী মুরাদ মিলে দখল করেন। এ ঘটনার পর দুলাল আদালতে একটি মামলাও করেন। মামলাটি তুলে নিতে সন্ত্রাসীরা চাপ দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরের ২৩ নম্বর ওয়ার্ড দরগাহ বাড়ি এলাকায় দুলালের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনতে গিয়েও সন্ত্রাসীদের বাধার মুখে পড়েন। পরে পুলিশ গিয়ে দুলালকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই দুলাল মারা যান।

দুলালের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

এদিকে নিহতের ঘটনায় শুক্রবার (২৩ নভেম্বর) দুলালের স্ত্রী রাহিমা বেগম বাদী হয়ে নামধারী ২২ জন ও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

তবে এর আগেই বৃহস্পতিবার গভীর রাতে টিপু, বাচ্চু ও এনায়েত হোসেন নামে তিনজনকে আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। যারা সবাই দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা।  

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান জানান, আটকদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

বাংলা‌দেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ন‌ভেম্বর ২৪, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।