ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ৪০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
কলাপাড়ায় ৪০ মণ জাটকা জব্দ জব্দ হওয়া জাটকা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ট্রলার থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে রামনাবাদ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন রামনাবাদ চ্যানেলের পায়রা বন্দর সিজি স্টেশন কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান।

 

শনিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের উপস্থিতিতে জব্দ জাটকাগুলো বিভিন্ন লিল্লাহ বোডিং, এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।