ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নগর উন্নয়নে যারা জমি ছাড়ছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
নগর উন্নয়নে যারা জমি ছাড়ছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক নগরের শিবগঞ্জ লাকড়ীপাড়া এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজ ঘুরে দেখছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: বাংলানিউজ

সিলেট: যারা নগরের উন্নয়নে নিজেদের মূল্যবান জমি বিনামূল্যে ছেড়ে দেন তারাই প্রকৃত দেশপ্রেমিক বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। 

শনিবার (২৪ নভেম্বর) নগরের হলদীছড়া সংস্কার ও শিবগঞ্জ লাকড়ীপাড়া রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
 
এদিন মেয়র নগরের শাহজালাল উপশহর এলাকার হলদীছড়া খনন ও সংস্কার কাজ শুরুর আগে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন।

এসময় তারা নিজ উদ্যোগে ছড়া খনন করতে সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
 
পরে নগরের শিবগঞ্জ লাকড়ীপাড়া এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধনকালে মেয়র বলেন, নগরের প্রত্যেক পাড়া-মহল্লার রাস্তা সমানভাবে প্রশস্ত করা হবে। লাকড়ীপাড়ার রাস্তা তিন ফুট থেকে ছয় ফুট প্রশস্ত করায় এ পাড়ার মানুষ উপকৃত হবেন। উভয় পাশে ছয় ফুট রাস্তা প্রশস্ত হওয়ার পর বদলে যাবে এ এলাকা। থাকবে না কোনো যানজট।
 
তিনি বলেন, নগরের ফুটপাত, রাস্তা ও ড্রেন আধুনিকায়নের কাজ পুরোদমে চলছে। পুরো কাজ শেষ হলে পাল্টে যাবে নগরের দৃশ্যপট।

নগরের হকার্স মার্কেট, পৌরবিপনী, ধোপাদিঘীরপাড়, কালিঘাট থেকে মাছিমপুর পর্যন্ত এলাকার নদীরপাড় সৌন্দর্য বর্ধন, ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে।  
 
আরিফুল হক চৌধুরী বলেন, নগরের প্রত্যেকটি সড়কে এলইডি লাইট স্থাপন করা হয়েছে। সড়কে এখন যানজট লাগে কম। চলমান কাজ শেষ হলে এসব সড়কের যানজট অনেকাংশে কমে আসবে।  

এসময় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, সামছুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অরবিন্দু দে প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।