ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এসআই গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
রাজধানীতে এসআই গুলিবিদ্ধ গুলিবিদ্ধ এসআই ওবায়দুর রহমান

ঢাকা: রাজধানীতে উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

এসআই ওবায়দুর পল্টনের ফুলবাড়ীয়ার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বলেন, কয়েকজন পুলিশ সদস্য দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

এই পুলিশ কর্মকর্তার পায়ে গুলির চিহ্ন আছে। এক্সরে করে জানা যাবে।

তাকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢামেক থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।