ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পলিটেকনিকের ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পলিটেকনিকের ছাত্র নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নাজমুল হুদা (২২) নামে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হয়েছেন। এসময় শাকিল নামে আরেক ছাত্রও আহত হন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও সাত রাস্তায় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল পাবনার সাঁথিয়া উপজেলার সিরাজুল ইসলামের ছেলে ও ইন্সটিটিউটের জহির রায়হান ছাত্রাবাসে থাকতেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার (এসআই) আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় পাথরবোঝাই একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতর আহত হয়। এদের মধ্যে নাজমুলকে ঢামেকে ও শাকিলকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। বর্তমানে শাকিল সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে ও ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।