ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
শার্শায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বেনাপেল (যশোর): যশোরের শার্শা উপজেলায় ট্রাকচাপায় সোহাগ দাস (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

রোববার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বসতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ বসতপুর গ্রামের জ্যোতিন দাসের ছেলে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিকেলে বসতপুর বাজারের রাস্তার পাশে খেলা করছিল সোহাগ। এসময় মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার স‍ার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮ 
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।