ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের অগ্রগতিতে পর্তুগালের সন্তোষ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
বাংলাদেশের অগ্রগতিতে পর্তুগালের সন্তোষ

ঢাকা: বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে পর্তুগাল। বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে অনুষ্ঠিত প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়।

রোববার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ৬ ডিসেম্বর লিসবনে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান। আর পর্তুগাল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন পলিসি বিভাগের মহাপরিচালক পেড্রো সানসেজ ডি কস্টা।

বৈঠকে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দেশটি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক অগ্রগতি ও মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য পর্তুগাল প্রশংসা করে। একই সঙ্গে অবকাঠামো, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক, ব্যবসায়িক, সুশীল সমাজ ও মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধিতে উভয়পক্ষ একমত পোষণ করেছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘন্টা, ডিসেম্বর ১০, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।