ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

বুধবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী একই এলাকার লাল মিয়ার (লালু) ছেলে।

তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন আলী। এসময় ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।