ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সারাদেশে নৌকার জনস্রোত: তোফায়েল আহমেদ

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
সারাদেশে নৌকার জনস্রোত: তোফায়েল আহমেদ বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সারাদেশে এখন নৌকার জনস্রোত বইছে। 

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপির আমলে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, হয়েছে শুধু লুটপাট, এলাকার একটি রাস্তাও পাকা করেনি তারা।

 বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভোলায় অনেকে মন্ত্রী ছিলো এমপি ছিলো কিন্তু কেউ নদী ভাঙন বন্ধ করেনি, আমরাই নদী ভাঙনরোধ করেছি।

তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে, নারী ও শিশু নির্যাতন করেছে, তাদের ভয়ে অনেকে এলাকায় থাকতে পারেনি, এমনকি বাবা-মায়ের জানাজায় অংশগ্রহণও করতে পারেনি। আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায় কিন্তু কারো উপর অত্যাচার হয়নি, সবাই শান্তিতে আছে। আমরাই মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু,  সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতাব্বর।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।