ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর! 

নাটোর: টেলিভিশনের সিনেমায় ফাঁসির দৃশ্য দেখে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে প্রকৃতি রোজারিও (০৯) নামে একটি শিশু।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নাটোরের বড়াইগ্রামের জোনাইল পার্বনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রকৃতি রোজারিও ওই গ্রামের সাধন রোজারিও'র মেয়ে এবং স্থানীয় সেন্ট মেরীস প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

 

প্রতিবেশী কলেজছাত্রী খ্রিস্টিনা কস্তা বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে প্রকৃতি তার বাড়ির বারান্দার ছোট একটি কক্ষে সমবয়সী ৭/৮ জন বন্ধুর সঙ্গে খেলতে খেলতে টেলিভিশনে সিনেমা দেখছিলো।  

একপর্যায়ে প্রকৃতির বন্ধুরা নিজ বাড়িতে চলে যায়। পরে প্রকৃতির মা সেবিকা রোজারিও রান্নার কাজ শেষ করে প্রকৃতিকে গোসলের জন্য ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তিনি দেখতে পান জানালার গ্রিলের সঙ্গে ওড়নার এক প্রান্ত বাঁধা এবং অন্য প্রান্তে প্রকৃতির নিথর দেহ।  

এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং প্রকৃতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রকৃতির বাবা সাধন রোজারিও চট্টগ্রামে চাকরি করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।  

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শিশুটির মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। তবে অন্য কোনো কারণে শিশুটির মৃত্যুর হয়েছে কিনা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, খেলতে খেলতেই এই ফাঁসের ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।