ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু

নরসিংদী: নরসিংদীর ভাটপাড়া এলাকায় পিকআপভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মেঘলা নামে ছয় মাসের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবজাতকটির বাবাসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঘোড়াশাল টঙ্গি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেঘলা শিবপুর উপজেলার মজলিসপুর গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে।

দমকল বাহিনী সূত্রে জানা যায়, শাখাওয়াত হোসেন শিবপুর থেকে প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি ভাটপাড়া এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নবজাতকটি মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায় নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা।

নরসিংদী ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।