ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলকাতায় সংবর্ধনা পাচ্ছেন ৩০ মুক্তিযোদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
কলকাতায় সংবর্ধনা পাচ্ছেন ৩০ মুক্তিযোদ্ধা বাংলাদেশ ও ভারতের পতাকা

ঢাকা: প্রতি বছরের মতো এবারো বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত বিজয় উৎসবে ৩০ মুক্তিযোদ্ধা ও ছয় সেনা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হবে।

কলকাতায় উৎসবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দল শুক্রবার (১৪ ডিসেম্বর) ভারতের রওয়ানা দেবেন। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

 

সূত্র জানায়, কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে ১৪-১৮ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের ৩০ মুক্তিযোদ্ধা ও ৬ সেনা কর্মকর্তা যোগ দেবেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার ফ্লাইটে বাংলাদেশ প্রতিনিধি দল রওয়ানা দেবেন। ১৮ ডিসেম্বর তারা ফিরে আসবেন।  

প্রতিবছর ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ড বাংলাদেশের বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়। এবারও বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
টিআর/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।