ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুইঘণ্টা চেষ্টায় এসিআই গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
দুইঘণ্টা চেষ্টায় এসিআই গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় রাজধানীর শ্যামপুর এলাকায় এসিআই কোম্পানির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুইঘণ্টা পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় এসিআই কোম্পানির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।