ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ভোলা: ভোলার লালমোহনে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে সুমন ভক্ত নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডাওরী বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুমন ভোলা সদরের ইলিশা এলাকার বটতলার ভক্তবাড়ির সুকুমুর ভক্তের ছেলে।

আহত ব্যক্তির নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ডাওরী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে সুমনসহ দুই আরোহী লালমোহনের দিকে যাচ্ছিলেন। পথে আওনজি বাড়ির কাছে পৌঁছালে একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।  

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।