ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে মাইক্রোবাসের চাপায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
বড়াইগ্রামে মাইক্রোবাসের চাপায় গৃহবধূ নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাসের চাপায় খোরশেদা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত খোরশেদা বেগম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের পারকোল গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে খোরশেদা বেগম মহাসড়ক সংলগ্ন ফিডার সড়কে ধান শুকাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত খোরশেদা বেগমকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।