ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা আহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিএনপির কর্মীদের হামলায় মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরারচর বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. শাহজাহান কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সরারচর বাজার এলাকায় বিএনপির কর্মীরা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহানকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। এতে তার দু’টি দাঁত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।  

এদিকে ঘটনার পরপরই সরারচর বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ নেতা বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা এ ঘটনায় জড়িতদের শিগগির গ্রেফতারের দাবি জানান।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, হামলার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।