ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দম্পতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দম্পতির

পাবনা: পাবনার চাটমোহরে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চাটমোহর-টেবুনিয়া সড়কের নেউতিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গুড়া পৌর সদরের পুরাতন এসআর পাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আফরোজা খাতুন (৩৫)।

তাদের মধ্যে মনিরুল ইসলাম এলজিইডি ফরিদপুর অফিসের সহকারী হিসাব রক্ষক এবং আফরোজা খাতুন আশা এনজিওতে চাকরিরত ছিলেন।

স্থানীয়রা জানান, ভাঙ্গুড়া থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে পাবনার দিকে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। পথে নেউতিগাছা নামক স্থানে একটি কুকুর রাস্তার মাঝে চলে এলে তাকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মনিরুল ইসলাম। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।  

তিনি আরও জানান, মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ সংক্রান্ত একটি ইউডি মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।