ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
পার্বতীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকতারুল ( ৪০) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পার্বতীপুর শহরের উপকন্ঠে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে মেসার্স বার্মা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আকতারুল উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুরের বাসুদেবপুর গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি (ঢাকা মেট্রো হ ৪৯-২৯৭২ ও দিনাজপুর হ ১৫-৪১০০) উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।