ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৪০০ গাড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৪০০ গাড়ি

মুন্সিগঞ্জ: দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ৪০০ গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পারের অপেক্ষায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুল আলিম বাংলানিউজকে জানান, রোববার ১৬ ডিসেম্বরের আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাড়ি যাচ্ছেন অনেকেই।

যার চাপ পড়েছে শিমুলিয়া ঘাট এলাকায়। বর্তমানে ৪০০ গাড়ি পারের অপেক্ষায় আছে এরমধ্যে প্রাইভেটকার, বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

তিনি আরো জানান, সকালের দিকে মোটরসাইকেলের একটি বাড়তি উপস্থিতি ছিলো ফেরিগুলোতে। বর্তমানে এ নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় থাকা গাড়ির সঙ্গে নতুন যোগ না হওয়ায় এসব গাড়ি পার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।