ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় সালাম মিয়া (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরশহরের কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম পৌরশহরের দেবগ্রাম গ্রামের ললু মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, সকালে কলেজপাড়া সড়কে পণ্য বোঝাই ট্রাক থেকে সিমেন্ট নামানোর সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা সালামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আখাউড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) আরীফুল আমীন বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসম্বের ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।