ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে নিখোঁজ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
রাঙ্গাবালীতে নিখোঁজ কনস্টেবলের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীতে নিখোঁজ এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় গহিনখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৬ ডিসেম্বর) রাতে মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে নদীতে নিখোঁজ হয় পুলিশ কনস্টেবল ফিরোজ। 

জানা গেছে, রোববার রাতে মাদকবিরোধী অভিযান শেষে পুলিশের একটি দল ট্রলার নিয়ে ফিরছিল। পথে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে পুলিশবাহী ট্রলারের।

এসময় পুলিশবাহী ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে ট্রলারে থাকা এক এএসআই ও দুই কনস্টেবল নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে এক এএসআই ও এক কনস্টেবল সাঁতরে পাড়ে এলেও শর্টগান ও ২০ রাউন্ড গুলিসহ কনস্টেবল ফিরোজ খান (কং নম্বর-৯৫১) নিঁখোজ হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র  বিষয়টি নিশ্চিত করেছেন।   

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।