ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মঞ্জু (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশন, ৭ নম্বর রোড, ধ-ব্লকের ১৮/১৯ নম্বর নির্মাণাধীন ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।  

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মঞ্জুকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

মঞ্জুর বাড়ি গাইবান্ধার সাদুল্লোপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়। তিনি ওই ভবনেই থাকতেন।

তার সহকর্মী নূর নবী বাংলানিউজকে জানান, ওই ভবনে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন মঞ্জু। বিকেলে ভবনের নবম তলায় জানালার উপরের অংশে ঢালাইয়ের কাজ করছিলেন তিনি। এসময় সেনটারিংয়ের বাঁশ ফসকে নবম তলা থেকে তৃতীয় তলায় নিরাপত্তা বেষ্টনির উপর পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।