ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
সলঙ্গায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের চালক মো. বাবুল মিয়া (৩৮) নিহত হয়েছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের হাজী ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বাবুল মিয়া নরসিংদী জেলার পলাশ থানার ইছাখালি গ্রামের মো. শামসুল হকের ছেলে।

  

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, রাতে হাজী ইটভাটার সামনে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক বাবুুুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, ডিসম্বের ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।