ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবুল আকন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের হলদিবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, মহিপুর থেকে কলাপাড়ায় যাওয়ার পথে বাবুল আকনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আটোরিকশাকে পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবুল আকনসহ চারজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবুল আকনকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।