ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া নামক স্থানে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলীফুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৭ জন। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীফুল ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শফিকুলের ছেলে।

 

স্থানীয়রা জানান, সকালে তেলিপাড়া নামক স্থানে পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক ও ঠাকুরগাঁও থেকে আসা বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলীফুলের। এসময় আহত হন বাসের আরো ১৭ যাত্রী। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করে।  

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আলীফুলের বাবা জানান, আলীফুলের একটি ওষুধের দোকান রয়েছে। রংপুর থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।