ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ২ ইউপি সদস্য দম্পতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
দিনাজপুরে ২ ইউপি সদস্য দম্পতি গ্রেফতার প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি দুই ইউপি সদস্য দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্বজয়দেবপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বিনোদগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও পূর্বজয়দেবপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে সোহেল রানা ও তার স্ত্রী ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাবানা বেগম।

 

নবাবগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে বলেন, গ্রেফতার দুই ইউপি সদস্য দম্পত্তির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ‍ডিসেম্বর ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।